অ্যান্ড্রয়েড এর ১২ টি সুবিধাজনক কৌশল (12 Tips & Tricks for Android) Shottoshondhani(সত্যসন্ধানী)

By: Shottoshondhani(সত্যসন্ধানী)

অ্যান্ড্রয়েড ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ন দিক হচ্ছে সহযেই এবং সল্প সময়ে কাজ করা যায়। আর অ্যান্ড্রয়েড ব্যবহারের জন্য অনেকেই সুবিধা জনক কিছু কৌশল ব্যবহার করে থাকে।আর আজ আপনাদের সাথে এন্ড্রয়েড ব্যবহারের ১২ টি সুবিধাজনক কৌশল নিয়ে আলোচনা কর।


 ১. অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে বড় সুবিধা হলো, একে নিজের ইচ্ছেমতো সাজাতে পারবেন। এ ছাড়া অসংখ্য অ্যাপের ব্যবহারে ব্যাপক সুবিধা ভোগ করা যায়। আবার লঞ্চার ব্যবহারের মাধ্যমে মোবাইলের অ্যাপগুলোকে সাজিয়ে রাখতে পারবেন।

২. গুগলের পুরো সুবিধা মিলবে কেবলমাত্র অ্যান্ড্রয়েডে। জিমেইল, ক্যালেন্ডার, ফটোস এবং অন্যান্য দারুণ কিছু অ্যাপ পাবেন। আরো আছে গুগলের ভয়েস অ্যাসিস্টেন্ট। এ ছাড়া সর্বসাম্প্রতিক সংস্করণ মার্শমেলোতে গুগল নাউ নামের লঞ্চার দেওয়া হয়েছে। এ ছাড়া মার্শমেলোর সঙ্গে গুগল সার্চ অপশন পাবেন। সেখান থেকে যখন তখন সার্চ দেওয়া সম্ভব।
৩. অ্যাপগুলোর সঙ্গে আপনি কি শেয়ার করছেন তা সহজে জানা যায়। সেটিং মেনুতে গিয়ে অ্যাপ্লিকেশন ম্যানেজারে গিয়ে নির্দিষ্ট অ্যাপের ক্ষেত্রে পারমিশন-এর তালিকা পাবেন। নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে পারমিশনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পাবেন আপনি।
৪.আরেকটি মজার বিষয় হলো, বিভিন্ন অ্যাপের বিশেষ কিছু ফাংশন অটোমেটিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। যে ব্রাউজার ভালো লাগে বা যে পিডিএফ রিডারটি পছন্দ তা এমনিতেই চলে আসবে। ফোনটি আপনাকে ডিফল্ট অ্যাপ সেটআপ করে নিতে বলবে। করে নিলেও পরে সেটিংস থেকে ক্লিয়ার ডিফল্টস করে নিতে পারবেন।
৫. মোবাইলের ডেটা ব্যবহার পর্যবেক্ষণ করতে পারবেন। সেটিংস মেনুতে ডেটা ইউজেস নামে অপশন পাবেন। অ্যান্ড্রয়েডে আছে বিল্ট-ইন ডেটা ট্র্যাকার।
৬. অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে নিষ্ক্রিয় করে দিতে পারবেন। অনেক অ্যাপ রয়েছে যা ব্যবহার করা হয় না। এদের কিছু আবার মুছেও ফেলা যায় না। তবে এদের ডিসঅ্যাবল করা যায়।
৭. ব্যাটারির শক্তি আধুনিক স্মার্টফোনের বড় সমস্যা। তবে অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারির শক্তি বাঁচানোর মোড দেওয়া হয়েছে।
৮. যেকোনো বিষয়কে আরো উন্নততর ও দ্রুত ব্যবহার করতে নিজেই একজন ডেভেলপার হয়ে উঠতে পারেন। সেটিংসয়-এ অ্যাবাউট দিস ফোন অপশন থেকে ডেভেলপার হয়ে যেতে পারেন। সেখানে পাবেন বিল্ড নম্বর। সেখানে আই অ্যাম কমপ্লিটলি সিরিয়াস অ্যাবাউট দিস অংশে সাত বার চাপ দিলেই ডেভেলপার বনে যাবেন।
৯. সেটিংস-এ যেতে পারবেন খুব দ্রুত। নোটিফিকেশন মেনু থেকে দ্রুত সেটিংস পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড সংস্করণে কুইক সেটিংস মেনু পাবেন অনয়াসে।
১০. একযোগে একাধিক কাজ করতে পারবেন। একসঙ্গে দুটো অ্যাপ্লিকেশন চলবে এতে। সম্প্রতি যে অ্যাপগুলো নিয়ে কাজ করেছেন তা একটি হোম বাটনে থাকে। সেখানে চাপ দিয়ে ধরে রাখুন। বিচ্ছিন্ন স্ক্রিন আকারে অ্যাপগুলো চলে আসবে। সেখান থেকে বাছাই করে নিতে পারবেন।

১১. গেসচার সার্চ একটি দারুণ পদ্ধতি। আঙুলের আঁকিবুকিতে নানা কমান্ড দিতে পারবেন। আপনি স্মার্টফোনে প্রায় সবাই খুঁজে পাবেন। শুধু নির্দিষ্ট নির্দেশের জন্যে গেসচার ঠিক করে নিন।
১২. দ্রুত ক্যামেরায় ঢুকতে পারবেন। অনেক মডেলের স্মার্টফোনে আঙুলের এক স্পর্শেই ক্যামেরা চালু অবস্থায় পাওয়া সম্ভব। এ ছাড়া অ্যান্ড্রয়েড ডিভাইসের লক স্ক্রিনেই ক্যামেরার শর্টকাট রয়েছে।

By: Shottoshondhani(সত্যসন্ধানী)

12 convenient techniques of Android (12 Tips & Tricks for Android)
By: Shottoshondhani(সত্যসন্ধানী)

The most important aspect of Android usage is that it is easy and short time to work. And many people use some convenient techniques to use Android. And discuss with you today about 12 convenient techniques for Android usage.

The biggest advantage of 1. Android phones is that you can decorate it as you wish. Apart from this, the use of many apps can be benefited. You can keep your mobile apps decorated by using launcher again.

2. Google's full advantage only on Android. Get Gmail, Calendar, Photos and other great apps. There are more Google's voice assistants. Also the latest edition has been launched by Google Now in Marshmallow. Also get Google search option with marshmallow. It is possible to search from there whenever.
Easily know what you're sharing with 3. apps. Go to the setting menu and get the list of 'permission' for specific apps by going to Application Manager. You will get back some control over permission in the new Android version.
4. Another fun fact is that you can automatically control certain functions of different apps. The browser you like or the PDF reader you like will always come. The phone will ask you to set up the default app. Even if you do it, you can make ' clear default s' from the settings later.
5. You can monitor mobile data usage. You will get the option in the name of Data Uses in the settings menu. Built-in data tracker on Android.
6. Unnecessary apps can be deactivated. There are many apps that aren't used. Some of them can't be erased again. But they can be disable.
Power of 7. battery is a big problem of modern smartphone. But Android phones have been given a mode to save battery power.
8. You can become a developer yourself to use anything better and faster. You can become a developer from the 'about this phone' option in Settings. There you will find the build number. There I am completely serious about this part seven times you will become a developer.
9. Settings can go fast. Get your settings faster from the notification menu. You will get the Quick Settings menu on Android version.
10. You can do more than one work at once. It will run two applications at once. Apps you've recently worked on are on a home button. Hold on with the pressure there. Apps will come in isolated screen shape. You can choose from there.
11. Gesture Search is a great method. You can give many commands on your finger drawing. You can find almost everyone on smartphones. Fix gesture just for specific instructions.
12. You will be able to get into the camera quickly. Many models of smartphones can be found in a single touch of finger. Apart from this, the lock screen of the Android devices has a camera shortcut

By: Shottoshondhani(সত্যসন্ধানী)


 

No comments

Powered by Blogger.