হাসি-ঠাট্টা সম্পর্কে বিধি বিধান। (Law about fun and joke in Islam)



প্রশ্ন: হাসি-তামাশা ও রসিকতা সম্পর্কে শরীয়তের বিধান কি?

উত্তর: মুসলমানের প্রতিটি কাজে সওয়াব হবে যদি তা শরীয়তের বিধান অনুযায়ী হয়ে থাকে। হাসি ও রসিকতা করা এর বাইরে না। শরীয়তের সীমানা লংঘন করে হাসি-ঠাট্টা করলে অন্তর শক্ত হয়ে যায়, গাম্ভীর্য হ্রাস পায়, আল্লাহর যিকির ও গুরুত্বপূর্ণ কাজ থেকে গাফলত পয়দা হয় এবং লজ্জা ও পরহেযগারী কমে যায়।

হাসি-ঠাট্টা সম্পর্কে শরীয়তের বিধান:

  • দ্বীনের কাজ ও ইবাদতের জন্য মনকে সতেজ করার উদ্দেশ্যে এবং মানসিক অবসাদ দূর করার জন্য হাসি-ফুর্তি ও রসিকতা করা হলে তা উত্তম।

  • কোনো শোকাতুর বা বিপদগ্রস্তের আনন্দ দেওয়ার জন্য হাসি-ফুর্তির কথা বলা জায়েজ বরং উত্তম।

হাসি-ঠাট্টা ও রসিকতা করার সময় নিম্মোক্ত বিষয়াবলী লক্ষ্য রাখতে হবে:
ক) যেন মিথ্যা না হয়।
খ) যেন করও মনো বা সম্মানে আঘাত না লাগে।
গ) যেন অতিরিক্ত না হয়।
ঘ) যেন সারাক্ষণ এতে লেগে থাকা না হয়।

এ শর্তগুলো না পাওয়া গেলে তখনই সে হাসি ও রসিকতা শরীয়াতের সীমানা লংঘন করেছে বলে আখ্যায়িত হবে।

4 comments:

  1. ecerybody should follow this

    ReplyDelete
  2. ecerybody should follow this

    ReplyDelete

  3. Thanks for sharing this Post, Keep Updating such topics.
    wood tools

    ReplyDelete
  4. "I enjoyed over read your blog post. Your blog have nice information, I got good ideas from this amazing blog. I am always searching like this type blog post. I hope I will see again.archery360 ideal camper
    "

    ReplyDelete

Powered by Blogger.