নারীর অধিকার ও নারীর সম্মান। Women rights and prestige By: Shottoshondhani(সত্যসন্ধানী)
নারীর
অধিকার ও নারীর সম্মান (পর্ব-১)
মুহাম্মাদ
আহসান উল্লাহ কাশেমপুরী
By: Shottoshondhani(সত্যসন্ধানী)
বর্তমান
সময়ের কিছু সাধারণ ব্যাপারের মধ্যে রয়েছে অন্যের সাথে এ্যাফিয়ার, পরকীয়া, প্রেমিক-প্রেমিকার
প্রতারণা, আত্মহত্যা, ধর্ষণ, ইভটিজিং, ডোবা-নালায় যুবতীর লাশ ইত্যাদি উল্লেখযোগ্য।
সামান্য কারণে সংসার ভাঙার ঘটনাতো নিতান্ত সাধারণ ব্যাপার। অথচ আজ থেকে ৩০-৪০ বছর আগে
এই সব ঘটনার সাথে খুবই কম মানুষই পরিচিত ছিল; যা এখনকার সমাজের ছোট-বড় সবারই পরিচিত।
পূর্বের সময়ের নারীরাতো এতো প্রযুক্তি জানতো না। তারা এতোটা আধুনিক ও ছিল না। কিন্তু
বর্তমান সময়ের নারীরাতো আপ টু ডেট, শিক্ষিত ও স্বাবলম্বী। তাহলে তাদের কেন এই দূরবস্থা।
এর মূল কারণই বা কি? আমরা কিভাবে এই কঠিন সমস্যা থেকে আমাদের সমাজ ও জাতিকে রক্ষা করতে
পারবো?
মহাগ্রন্থ
আল কোরআনের সূরা আন নূর এর ৩০ নং ও ৩১ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তা’লা বলেছেন-“মুমিনদেরকে
বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে। এতে তাদের
জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন”। “ঈমানদার নারীদেরকে
বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে, তারা যেন
যা সাধারণত: প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের
মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর
পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত
পুরুষ ও বালক; যারা নারীর গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারোর কাছে তাদের
সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা
না করে। মু’মিনগণ তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর যাতে তোমরা সফলকাম হও”।
সাধারণত যদি কেউ কোনো জিনিস তৈরি করে, তবে সে ঐ জিনিসের
সুরক্ষার জন্য একটা দিকনির্দেশনা ও তৈরি করেন। উপরিউক্ত আয়াতে আমাদের সকলের সৃষ্টিকর্তা;
যিনি সর্বশ্রেষ্ঠ ও মহাজ্ঞানী, তিনি আমাদের সঠিক ও সুন্দরভাবে চলার জন্য আল কোরআন নামক
এক মহাগ্রন্থ দান করেছেন, যার মধ্যে তিনি আমাদের সকল বিষয়ের দিকনির্দেশনা ও অবাধ্যদের
পরিণতির বিষয়ে সুন্দরভাবে বলে দিয়েছেন। কিন্তু যখনই আমরা সৃষ্টিকর্তার নির্দেশনা না
মেনে শয়তানের প্ররোচণায় নিজের খেয়াল খুশি মতো চলতে থাকি, তখনই আমাদের মধ্যে বিপর্যয়
নেমে আসে। সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তা’লা মু’মিন পুরুষ ও নারীদের দৃষ্টি নত
করার ও লজ্জাস্থানের হেফাযত করার কথা বলেছেন। কেন আমাদের এই কাজ করতে বলা হলো? নিশ্চয়
এর পেছনে কোনো বিশেষ কারণ আছে। যা আলোচনা করা হবে আগামী পর্বে ইনশাল্লাহ। চলবে.............
By: Shottoshondhani(সত্যসন্ধানী)
Hello Sir, i am big fan of this website. Can you tell me please This www.bdjobs99.com information i am waiting for your next article.
ReplyDelete